ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জয়ের স্বাদ পেলেন ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রি। তিনি এখন ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি ফুটবলারদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এটি তার জন্য বিশেষ একটি অর্জন, কারণ এই জয়টি এসেছে তার বিবাহবার্ষিকীর দিনেই। এই কারণে তার আনন্দ দ্বিগুণ হয়েছে। অর্জনের কৃতিত্ব তিনি স্ত্রীকে দিতে ভুললেন না স্প্যানিশ এই তারকা।
ব্যালন ডি’অর জয়ের
পথে রদ্রি পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদে খেলা ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে। গত মৌসুমে স্পেন ও ম্যানচেস্টার সিটির হয়ে ১৯ মাসে মাত্র ১টি ম্যাচে হারার মধ্য দিয়ে তিনি ব্যালন ডি’অর জিতেছেন। এই সময়ের মধ্যে তিনি জিতেছেন ১টি চ্যাম্পিয়নস লিগ, ২টি প্রিমিয়ার লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ, নেশনস লিগ ও ইউরো চ্যাম্পিয়নশিপ। গত মৌসুমে সিটির হয়ে তিনি ৬৩ ম্যাচে খেলেছেন।তবে গত সেপ্টেম্বরে গোড়ালির চোটে পড়ায় তার এই মৌসুম শেষ হয়ে যায়। ফলে, ব্যালন ডি’অর পুরস্কার নিতে মঞ্চে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে বাধ্য হন। অনুষ্ঠানে স্প্যানিশ তারকার সঙ্গে ছিলেন তার বান্ধবী লরা। তখনই তিনি লরাকে কৃতিত্ব দেন।
ব্যালন ডি’অর জয়ের পর রদ্রি বলেন, “আজ খুব বিশেষ দিন—শুধু আমার জন্য নয়, আমার পরিবার ও দেশের জন্যও। সবার আগে, আমি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ধন্যবাদ দিতে চাই—আমার বান্ধবী লরা। আজ আমাদের বিবাহবার্ষিকী এবং তাকে ছাড়া আমি এসব কিছু করতে পারতাম না। আমার পরিবারকে ধন্যবাদ, যারা আমাকে মূল্যবোধ শেখানোর পাশাপাশি মানুষ হয়ে উঠতে সাহায্য করেছেন।”
রদ্রি এই বিশেষ দিনে তার সতীর্থদেরও ভুলে যাননি। তিনি বলেন, “নিঃসন্দেহে আমি আমার সতীর্থদের ভুলতে চাই না। আমি জানি ফুটবল একটি দলীয় খেলা। ম্যানচেস্টার সিটি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি বিশেষ কিছু। আমি জানি, তোমার ছাড়া আমি এটি করতে পারতাম না। আমার কাছে এটাই বিশ্বের সেরা ক্লাব। আমি আমার জাতীয় দলের সতীর্থ ও লুইসকে (স্পেন কোচ) ধন্যবাদ জানাই, আমার ওপর বিশ্বাস রাখার জন্য।”
২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫