Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

ফিফা বর্ষসেরার দৌড়ে ভিনিসিয়ুস-রদ্রির সঙ্গে মেসিও

ডেস্ক রিপোর্ট:
২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




কদিন আগেই ভিনিসিয়ুস জুনিয়রকে পেছনে ফেলে ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। এবার তিনি লড়বেন ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট’–এর জন্য। তবে এবার তার প্রতিদ্বন্দ্বী তালিকায় থাকছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।


ফিফা ২০২৪ সালের জন্য বর্ষসেরা ফুটবলারের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে। ছেলেদের ফুটবলে মনোনীত হয়েছেন ১১ জন

খেলোয়াড়, যার মধ্যে আছেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রি, কিলিয়ান এমবাপ্পে এবং লিওনেল মেসির মতো তারকারা।


এ নিয়ে ফিফার দ্য বেস্ট পুরস্কারের জন্য মোট ৯ বার মনোনয়ন পেলেন মেসি। এর আগে তিনি এই পুরস্কার তিনবার জিতেছেন, যার মধ্যে আছে গত দুই বছরের জয়।


‘দ্য বেস্ট’ পুরস্কারে বর্ষসেরা খেলোয়াড় ছাড়াও আরও ১০টি বিভাগে মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ছেলে ও মেয়েদের বর্ষসেরা কোচ, বর্ষসেরা গোলকিপার, বর্ষসেরা একাদশ, বর্ষসেরা গোল এবং ফিফা ফ্যান অ্যাওয়ার্ড।


এই পুরস্কারগুলোর জন্য ফিফার ওয়েবসাইটে ভক্ত-সমর্থকরা ভোট দিতে পারবেন ১০ ডিসেম্বর পর্যন্ত। সেরা খেলোয়াড়, কোচ এবং গোলকিপারের ক্ষেত্রে দর্শকদের ভোটের ওজন থাকবে ২৫ শতাংশ, বাকি ৭৫ শতাংশ নির্ধারণ করবেন ফিফা সদস্য দেশগুলোর অধিনায়ক, কোচ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা। তবে সেরা গোল এবং সেরা একাদশের ক্ষেত্রে ভক্ত-সমর্থকদের ভোটের ওজন ৫০ শতাংশ।


এবারের দ্য বেস্ট পুরস্কারের বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় আছেন জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, দানি কারভাহাল, আর্লিং হলান্ড, টনি ক্রুস, রদ্রি, লিওনেল মেসি, ফেদেরিকো ভালভের্দে, ফ্লোরিয়ান রিৎজ এবং লামিনে ইয়ামাল। এর মধ্যে ২০২৪ সালের ব্যালন ডি’অর জিতেছেন রদ্রি, ভিনিসিয়ুস হয়েছেন দ্বিতীয় এবং বেলিংহাম তৃতীয়।


ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকায় জায়গা না পেলেও মেসি দ্য বেস্টের সেরা ১১–তে স্থান করে নিয়েছেন। ফিফার ওয়েবসাইটে মেসিকে সেরা ১১–তে রাখার কারণ হিসেবে বলা হয়েছে, “৩৭ বছর বয়সেও ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনা দলে অসাধারণ ভূমিকা রেখে চলেছেন মেসি। তাঁর নেতৃত্বে মায়ামি জিতেছে ২০২৩ লিগস কাপ এবং ২০২৪ সাপোর্টার্স শিল্ড। পাশাপাশি কোপা আমেরিকা জেতা আর্জেন্টিনা দলের অনুপ্রেরণা ছিলেন তিনি। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ ৬ গোল নিয়ে বছর শেষ করেছেন মেসি।”

২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন