চীনের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ও জাতীয় দলের সাবেক কোচ লি তাই দুর্নীতির অভিযোগে ২০ বছরের কারাদণ্ড পেয়েছেন। ম্যাচ ফিক্সিং এবং ঘুস নেওয়া ও দেওয়ার অপরাধে শুক্রবার চীনের আদালত এই শাস্তি ঘোষণা করে।
৪৭ বছর বয়সি লি খেলোয়াড়দের জাতীয় দল ও ক্লাবে খেলার সুযোগ করে দিতে ঘুস নিতেন। একইসঙ্গে, শীর্ষ পর্যায়ে কোচের চাকরি পাওয়ার জন্য নিজেও ঘুস দিয়েছেন। তিনি ম্যাচ
ফিক্সিংয়ের সঙ্গেও যুক্ত ছিলেন।চীনের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে প্রচারিত একটি তথ্যচিত্রে লি তার অপরাধ স্বীকার করে ক্ষমা চান। সেখানে তিনি প্রায় ১ কোটি ৬০ লাখ ডলার ঘুস নেওয়ার বিষয়টি স্বীকার করেন। লি ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের হয়ে খেলার সময়ের জন্য বেশ পরিচিত ছিলেন।
লি ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত চীনের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি চায়না ফরচুন ক্লাবে সহকারী কোচ ছিলেন। একজন সাবেক মিডফিল্ডার হিসেবে লি চীনের জাতীয় দলের হয়ে ৯২টি ম্যাচ খেলেছেন এবং ২০০২ সালের বিশ্বকাপে অংশগ্রহণ করেন।
লি’র এই শাস্তি চীন সরকারের দুর্নীতিবিরোধী কঠোর অবস্থানের একটি উদাহরণ। দুর্নীতির দায়ে এ বছর চীনের সাবেক ফুটবল প্রধান চেন হুয়ানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আরও কিছু শীর্ষ কর্মকর্তাকে আড়াই থেকে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।
জুয়া ও ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অপরাধে ৩৮ জন ফুটবলার ও পাঁচ ক্লাব কর্মকর্তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫