আইসিসি ওয়ানডে ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। তিনি ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসি ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করার নজির গড়েছেন।
২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেছিলেন রাচিন। আহমেদাবাদের সেই ম্যাচে তিনি
৯৬ বলে ১১টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ১২৩ রান করেছিলেন। এবার চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় রাচিনের। ইনজুরির কারণে দলের প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। গতরাতে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ম্যাচে তিনি ১২টি চার ও ১টি ছক্কায় ১০৫ বলে ১১২ রান করেন।২০২৩ সালে অভিষেকের পর থেকে নিউজিল্যান্ডের হয়ে ৩০ ওয়ানডে ম্যাচ খেলে এ পর্যন্ত ৪টি সেঞ্চুরি করেছেন রাচিন। সবগুলোই আইসিসি ইভেন্টে করা। এই ক্ষেত্রেও তিনি রেকর্ড গড়েছেন। নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডে ফরম্যাটে আইসিসি ইভেন্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন রাচিন রবীন্দ্র।
গত ওয়ানডে বিশ্বকাপে ৩টি এবং এবার চ্যাম্পিয়নস ট্রফিতে ১টি সেঞ্চুরি মিলিয়ে মোট ৪টি শতক হাঁকিয়েছেন রাচিন। এতে পেছনে পড়ে গেছেন তারই দলের নাথান অ্যাস্টল ও কেন উইলিয়ামসন। দু’জনই আইসিসি ইভেন্টে ৩টি করে সেঞ্চুরি করেছেন।
২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫