গত বছর বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, এরপর ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। এবার লাল-সবুজের দেশে আসছেন ব্রাজিলের বর্তমান ফুটবল সেনসেশন নেইমার। ধারণা করা হচ্ছে, আগামী বছরের (২০২৫) শুরুর দিকেই বাংলাদেশে পা রাখতে পারেন এই সময়ের অন্যতম সেরা ফুটবলার।
মার্টিনেজ ও রোনালদিনহোর বাংলাদেশ সফর নিয়ে ফুটবলপ্রেমীদের
মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। তারা সেভাবে কাছ থেকে দেখতে পাননি তাদের প্রিয় খেলোয়াড়দের। তবে নেইমারকে ভক্তরা সরাসরি দেখতে পাবেন, এমনটাই জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এবং নেইমারের বন্ধু রবিন মিয়া। দীর্ঘদিন ধরে তিনি নেইমারের সঙ্গে কাজ করছেন এবং এই সফরের প্রধান সমন্বয়কও তিনি।নেইমারের বাংলাদেশে আসার প্রসঙ্গে রবিন মিয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, "নেইমারের আগমন নিয়ে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিত আলোচনা হয়েছে। আশা করছি, আগামী বছরের শুরুতে তাকে বাংলাদেশে আনতে পারব।"
মার্টিনেজ এবং রোনালদিনহোর সফরের মতো নেইমারের সফরেও যেন কোনো বিতর্ক সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখবেন বলে জানিয়েছেন রবিন। তিনি আরও বলেন, "আমি চাই, নেইমারের এই সফর দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যাক। আমরা একটি চ্যারিটি আয়োজনের পরিকল্পনা করছি। ১৬ কোটি মানুষকে তার সঙ্গে দেখা করানো সম্ভব নয়, তবে আমাদের সাধ্যমতো যা করা সম্ভব, তা করব।"
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫