Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শিক্ষা

রাবিতে সাইকেল চুরির অভিযোগে ছাত্রলীগ নেতার হলের সিট বাতিল

ডেস্ক রিপোর্টঃ
২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে সাইকেল চুরির অভিযোগ উঠেছে একই হলের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার বিকালে অভিযুক্ত ছাত্রলীগ নেতার হলের সিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাধ্যক্ষ অধ্যাপক সাইখুল ইসলাম মামুন জিয়াদ।

সাইকেল চুরির দায়ে অভিযুক্ত সেই ছাত্রলীগ নেতার নাম আব্দুল্লাহ আল মারুফ। তিনি বঙ্গবন্ধু হল শাখা

ছাত্রলীগের সহ-সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

হল প্রশাসন ও আবাসিক শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বুধবার বঙ্গবন্ধু হল থেকে দুটি সাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী খৈয়ম আলী নামের এক শিক্ষার্থী হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। পরে হল প্রশাসন ফটকে থাকা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখে ছাত্রলীগ নেতা মারুফ ও তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আরিফুল নামের আরেক শিক্ষার্থী দুটি সাইকেল রিকশায় করে নিয়ে যাচ্ছেন। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে হলে উত্তেজনা দেখা দেয়। পরে হল প্রশাসন মারুফকে হল থেকে চলে যেতে বলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মারুফ বঙ্গবন্ধু হলের ২১২ নম্বর কক্ষে থাকতেন। হলের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের ভাষ্যমতে মারুফ মাদকাসক্ত এবং তার বিরুদ্ধে এর আগে মোবাইল চুরিরও অভিযোগ রয়েছে। আর তার সহযোগী আরিফুল বিশ্ববিদ্যালয়ের বাইরে মেসে থাকেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মারুফের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বর বন্ধ পাওয়া যায়। তবে হল প্রশাসনের জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, সাইকেলটি তার বড় ভাইয়ের। তবে কোন বড় ভাইয়ের, তা জানাতে পারেননি।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক সাইখুল ইসলাম মামুন জিয়াদ বলেন, মারুফ তার সহযোগীসহ দুটি সাইকেল হল থেকে বের করেছেন। একজন শিক্ষার্থী তাকে জানিয়েছিলেন যে তার সাইকেল চুরি হয়েছে। পরে সিসিটিভি ফুটেজে মারুফসহ আরেকজনকে দেখা যায়। এ নিয়ে হলে উত্তেজনা দেখা দেয়। পরে তাকে হলে রাখা হয়নি। তার সিট বাতিল করা হয়েছে। রোববার এটি দাপ্তরিকভাবে কার্যকর করা হবে।

২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন