চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির কর্তৃক আয়োজিত জাতীয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটির বিতার্কিক দল।
শনিবার চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে আয়োজিত জাতীয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট এবং নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি মুখোমুখি
জাতীয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি সভাপতি নাজমুল ইসলাম বলেন, " নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটি বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চা ও প্রসারে পরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। বিভিন্ন জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির বিতার্কিক দল নিয়মিত সাফল্য পেয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজ চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির কর্তৃক আয়োজিত জাতীয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির বিতার্কিক দল।
উল্লেখ্য, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি হয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মুবদী রাফিন, পূজা ধর এবং মুর্ছনা চক্রবর্তী।
চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে আয়োজিত জাতীয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৮ টি দল অংশগ্রহন করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেটের বিতার্কিক দল।
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫