Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

অবৈধভাবে ভরাটকৃত শতবর্ষী পুরোনো পুকুর পুনরুদ্ধার

স্টাফ রিপোর্টার:
১২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুরে অবৈধভাবে ভরাট করা একটি শতবর্ষী পুরোনো পুকুর পুনরুদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুকুরটি খনন করে এর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে।


সোমবার দুপুরে অবৈধভাবে ভরাটকৃত পুকুর থেকে উত্তোলিত প্রায় একলাখ ২০ হাজার ঘনফুট বালু প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়। এ অভিযান পরিচালনা করেন আদর্শ সদর উপজেলার

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার মাহমুদ পাশাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জগন্নাথপুরের শতবর্ষী বালুতোপা পুকুর (স্থানীয় নাম কারকুইন্না পুকুর) অবৈধভাবে ভরাট করা হচ্ছিল—এমন অভিযোগে স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। এরপর জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার উপজেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।


২৫ মার্চ সহকারী কমিশনার তানজিনা জাহান সরেজমিনে পরিদর্শন করে পুকুর ভরাট বন্ধের আদেশ দেন। কিন্তু ২৬ মার্চ অভিযুক্তরা পুনরায় পুকুর ভরাট শুরু করলে ২৭ মার্চ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চালানো হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর ইয়াছিন মজুমদার ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। অবশেষে পুকুরটি পুনরুদ্ধার করা সম্ভব হয়।


পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার মাহমুদ পাশা জানান, এক একর ৭২ শতাংশ আয়তনের এই পুকুরের মালিক ফেরদৌস আরা বেগম দুই বছর আগে ইয়াছিন মজুমদার ও বনেশ পোদ্দার গংকে আমোক্তানামা দেন। তারা পুকুরের প্রায় অর্ধেক বালু দিয়ে ভরাট করে ফেলেন।


সহকারী কমিশনার তানজিনা জাহান বলেন, "শতবর্ষের ঐতিহ্যবাহী এই পুকুরটি পুনরুদ্ধারের জন্য অবৈধভাবে ভরাটকৃত বালু সরানো হয়েছে। এটি খনন করে আগের রূপে ফিরিয়ে আনা হবে।"

১২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন