ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শরীফুল ইসলাম ভূঁইয়া (৩৬) নামে এক ইসলামি বক্তা দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। এসময় তার জিহ্বাসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। শনিবার (৪ মার্চ) গভীর রাতে উপজেলার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শরীফুল ইসলাম ভূঁইয়া সদর উপজেলার চাপুইর এলাকার আব্দুর রশিদ ভুঁইয়ার ছেলে ও বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক।
পরে
আহত শরীফুলের ছোট ভাই মওদুদুল ইসলাম ভূঁইয়া বলেন, রাতে বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি এলাকার একটি মাহফিল থেকে বাড়ি ফেরার পথে আজমপুর রেলস্টেশনের পাশে ৭-৮ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা শরীফুলের জিহ্বার বেশীরভাগ অংশ কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এছাড়াও তার সঙ্গে থাকা ওবায়দুল্লা (৩৪) নামে আরও একজন আহত হয়েছে।
তিনি আরও বলেন, তার ভাই বিভিন্ন সময় ওয়াজ-মাহফিলে শিয়াদের নিয়ে বক্তব্য করেন। ধারণা করা হচ্ছে শিয়া অনুসারীরাই এ হামলার সঙ্গে জড়িত।
আহলে সুন্নত ওয়াল জামাত ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন দুলাল বলেন, শিয়া অনুসারীদের নিয়ে বক্তব্য দেওয়ার কারণে পূর্বপরিকল্পনা করে এমন হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫