Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, জুলাই ২১, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

কুমিল্লা বিভাগ

সদর দক্ষিণের ১৪ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৬২ হাজার টাকা

স্টাফ রিপোর্টার:
১৫ ঘন্টা আগে সোমবার, জুলাই ২১, ২০২৫
# ফাইল ফটো




ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের অংশে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর চেকপোস্ট বসিয়ে ১৪ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এ সময় জরিমানা করা হয়েছে ৬২ হাজার টাকা।


রবিবার (২০ জুলাই) বিকাল সাড়ে চারটা হতে সোয়া ৬ টা  পর্যন্ত সদর দক্ষিণ উপজেলা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম বিশ্বরোডে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা

করা হয়।


কুমিল্লা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে যৌথ বাহিনীর সদস্যরাও অংশগ্রহণ করেন। অভিযান চলাকালে মোট ১৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল ০৭টি বাস, ০১টি ট্রাক, ০৫টি মোটরসাইকেল ও ০১টি লরি।


তল্লাশি কার্যক্রমে এসব যানবাহনের সঠিক কাগজপত্র না থাকা, নিয়ম ভঙ্গ ও আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় মোট ৬২  হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


আইন-শৃঙ্খলা রক্ষা ও সড়ক শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

১৫ ঘন্টা আগে সোমবার, জুলাই ২১, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন