Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, জুলাই ২৬, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লায় সভাপতির ছবি না থাকায় বিএনপি'র অফিস ভাঙচুর

স্টাফ রিপোর্টার:
১৮ ঘন্টা আগে শনিবার, জুলাই ২৬, ২০২৫
# ফাইল ফটো




কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদার ছবি না থাকায় বিএনপি'র অফিসে হামলার অভিযোগ উঠেছে একই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। 


শুক্রবার বিকেল আনুমানিক ৪ ঘটিকায় উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর বাজারে এই ঘটনা ঘটে। হামলার অভিযোগ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


শুভপুর  ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক

সম্পাদক, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহসান হাবিব জিয়া জানান, শুক্রবার বিকেলে কাদৈর বাজারে আমাদের দলীয় মিটিং ছিল। শুভপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মুস্তাফিজুর রহমান এবং সদস্য সচিব মতিন মেম্বারের নেতৃত্বে কাদৈর বাজারস্থ বিএনপি'র অফিসে হামলা করে মিটিং পণ্ড করা হয়। অফিসের ব্যানারে কামরুল হুদার ছবি না থাকায় ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হয়। এসময় বাধা দিলে হামলাকারীরা আমাকে এবং স্থানীয় বিএনপি নেতা বাচ্চুকে লাঞ্ছিতা করে।


শুভপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মতিন মেম্বার জানান, তারা দলের নিয়ম বহির্ভূতভাবে ব্যানার লাগিয়ে প্রোগ্রামের আয়োজন করে। ব্যানারে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদার ছবি না থাকা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। তাই কামরুল হুদার ছবি না থাকার বিষয়টি নিয়ে একটু কথা কাটাকাটি ও তর্কবিতর্ক হয়। 


চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, বিএনপি'র দুই পক্ষের বিরোধের খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার এস আই মহিনের নেতৃত্বে পুলিশ ঘটনারস্থলে যায়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। শুনেছি ব্যানার লাগানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

১৮ ঘন্টা আগে শনিবার, জুলাই ২৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন