শনিবার (২৬ জুলাই) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ১১ ইউনিয়ন বিএনপির কাউন্সিল। সরাসরি ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব। ইতিমধ্যে এলাকায় নির্বাচনঘিরে চাঙ্গা হয়ে উঠেছে বিএনপির রাজনীতি।
এরই মধ্যে সমালোচনা উঠেছে, বিএনপিবিরোধী পরিবার থেকে সরসপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ারকে ঘিরে।
জানা গেছে, আনোয়ার হোসেন। ঢাকায় থাকতেন, ট্রাভেলসের ব্যবসা করতেন। কখনোই
সরসপুর ইউনিয়ন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন না। ৫ আগস্ট এর পর সক্রিয় হন। গেল দুই মাস হয় ১ নং ওয়ার্ড বিএনপির অনুমোদিত কমিটিতে সদস্যপদও পেয়েছেন। দুই মাসের মাথায় এখন সরাসরি ইউনিয়ন বিএনপির সম্পাদক প্রার্থী হয়ে সমালোচনার জন্ম দিয়েছেন।কর্মীদের অভিযোগ, তার পরিবারের কেউ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নয়। তার আপন বড় ভাই ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো আলী হিরন। ওই কমিটি দিয়েছে ... তারিখ। ছোট ভাই যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিল। ভাতিজা আনিস ছাত্রলীগ করতো, ৫ আগস্টের আগে ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরে আলমকে পিটিয়ে পা ভেঙ্গে দেয়। এক বছরের মতো হাসপাতালে ছিলেন তিনি। আনিস ২০২১ মনোহরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মানিকের দোকান ভাংচুর ও লুটপাট করে।
জানা গেছে, সরসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী দুইজন; এমএস আলী আকবর ও শাহ আলম পাটোয়ারী। সাধারণ সম্পাদক প্রার্থী দুইজন; সাহাব উদ্দিন ও আনোয়ার হোসেন। সাংগঠনিক সম্পাদক প্রার্থী করিম মেম্বার ও মোমিন উল্যাহ।
এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেের বক্তব্য পাওয়া যায়নি।
২১ ঘন্টা আগে শনিবার, জুলাই ২৬, ২০২৫