মাইলস্টোন স্কুলের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে বুধবার কুমিল্লা জিলা স্কুল মসজিদে বাদ যোহর দোয়া করা হয়েছে।
এতে অ্যালামনাই, শিক্ষার্থী, ব্যাচ রিপ্রেজেনটেটিভ ও অ্যাডহক কমিটির সদস্যরা অংশ নেন।
সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ
আব্দুল হাফিজ ও অ্যালামনাই এসোসিয়েশনের এডহক কমিটির সদস্য অধ্যক্ষ কবীর আহমেদ। এ সময় অ্যালামনাই এডহক কমিটির সদস্য জসীম উদ্দিন আহমেদ, ডাঃ মোঃ রেজাউল আলম ও মাসুক আলতাফ চৌধুরী এবং সহকারী প্রধান শিক্ষক(দিবা) মোঃ নূরুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।স্কুলের পেশ ইমাম মাওলানা মনির মোনাজাত পরিচালনা করেন।
৯ ঘন্টা আগে বুধবার, জুলাই ২৩, ২০২৫