Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

কুমিল্লা বিভাগ

মাইলস্টোন স্কুলের নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতার কামনায় কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে দোয়া

স্টাফ রিপোর্টার:
১৫ দিন আগে রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
# ফাইল ফটো


মাইলস্টোন স্কুলের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে বুধবার কুমিল্লা জিলা স্কুল মসজিদে বাদ যোহর দোয়া করা হয়েছে।


 এতে অ্যালামনাই, শিক্ষার্থী, ব্যাচ রিপ্রেজেনটেটিভ ও অ্যাডহক কমিটির সদস্যরা অংশ নেন। 


সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ

আব্দুল হাফিজ ও অ্যালামনাই এসোসিয়েশনের এডহক কমিটির সদস্য অধ্যক্ষ কবীর আহমেদ। এ সময় অ্যালামনাই এডহক কমিটির সদস্য জসীম উদ্দিন আহমেদ, ডাঃ মোঃ  রেজাউল আলম ও মাসুক আলতাফ চৌধুরী এবং সহকারী প্রধান শিক্ষক(দিবা) মোঃ নূরুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 


স্কুলের পেশ ইমাম মাওলানা মনির মোনাজাত পরিচালনা করেন।

১৫ দিন আগে রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন