Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, জুলাই ২০, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

লিড নিউজ

জামায়াতের জন্মদাতা জিয়াউর রহমান এমন মন্তব্য করে আবারো ভাইরাল কামরুল হুদা

চৌদ্দগ্রাম প্রতিনিধি:
৫ ঘন্টা আগে রবিবার, জুলাই ২০, ২০২৫
# ফাইল ফটো




সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামায়াতের ‘জন্মদাতা’ এমন মন্তব্য করে আবারো ভাইরাল হয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র আহবায়ক কামরুল হুদা। 


তিনি শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র সভায় এমন মন্তব্য করেন। সমাবেশের একটি  ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে

ছড়িয়ে পড়েছে। কামরুল হুদার এমন মন্তব্য নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। 


জানা যায়, গত শনিবার বিকেলে উপজেলার দেড়কোটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মুন্সিরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড (ফেলনা- দেড়কোটা) বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কামরুল হুদা। বক্তব্যের এক পর্যায়ে জামায়াতের সমালোচনা করে এমন মন্তব্য করেন তিনি।  


সামাজিক যোগাযোগ্য মাধ্যমে দ্রæত ছড়িয়ে পড়া ভিডিওতে কামরুল হুদাকে বলতে শোনা যায়, ১৯৭৮ সালে জামায়াতকে এদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই জামায়াতে ইসলামীর পিতা, জন্মদাতা। সেই জন্মদাতার সঙ্গে তারা বেইমানি করেছে। জন্মদাতার ছবি রাস্তায় ফেলে তারা (জামায়াত) পদদলিত করছে। জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শিবিরের ছেলেরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেতাকে (তারেক রহমান) নিয়ে কুরুচিপূর্ণ  স্লোগান দিচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পদদলিত করছে। এদের আমরা ভোট দিতে পারি না। এরা ধর্মের কথা বলে বেহেশতের সার্টিফিকেট বিক্রি করে। এদের থেকে সবাই সাবধান হবেন।’


গত ১৪ই জুলাই মব সন্ত্রাসের বিরুদ্ধে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে তারেক রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে খারাপ মন্তব্য করলে জিভ টেনে ছিড়ে ফেলার হুমকি প্রদান করেন কামরুল হুদা। এসময় নাম না নিয়ে আগামী নির্বাচনে তার প্রতিদ্বন্ধী প্রার্থীকে নিয়েও একাধিক মন্তব্য করেন তিনি।


 কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও  চট্রগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রিয়ভাবে বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মুল্যবোদ প্রতিষ্ঠার ধারক ও বাহক। উনাকে নিয়ে এভাবে বিতর্কিত মন্তব্য করা কোনভাবেই কাম্য নয়। 


কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি গাজী কবির হোসেন জানান, কামরুল হুদার সাথে দলের ত্যাগী ও এবং পুরাতন নেতাকর্মীদের অধিকাংশই নাই। এমনকি উনাকে পরামর্শ দেয়ারও যোগ্য লোক নাই।  যার কারণে উনি (কামরুল হুদা) এমন অসংলগ্ন কথাবার্তা বলে। উনার দ্রæত উপদেষ্টা নিয়োগ প্রয়োজন। 


কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সদস্য তোফায়ের হোসেন জুয়েল বলেন, কামরুল হুদার এসব বিতর্কিত মন্তব্য আমাদের দলীয় বক্তব্য নয়। এসব বিতর্কিত মন্তব্য করে উনি দলকে ছোট করছেন উনি। 


চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র আহবায়ক কামরুল হুদা জানান, স্বাধীনতার পর জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ছিল। ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ দেন। এজন্য জিয়াউর রহমান জামায়াতের পুনর্জন্মদাতা বলেছেন তিনি। তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগকেও পুনর্জন্ম দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ জন্যই তাঁকে বহুদলীয় গণতন্ত্রের জনক বলা হয়।

৫ ঘন্টা আগে রবিবার, জুলাই ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন