Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, জুলাই ২০, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

শিক্ষা

মাভাবিপ্রবিতে "জুলাই শহিদ দিবস" উপলক্ষে বুধবার আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট:
৫ দিন আগে রবিবার, জুলাই ২০, ২০২৫
# ফাইল ফটো



‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) "জুলাই শহিদ দিবস" উপলক্ষে আগামী ১৬ জুলাই ২০২৫, বুধবার সকাল সাড়ে ১০টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

‎আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল

আজীম আখন্দ। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জুলাই শহিদ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহিদ মারুফের মা, যিনি শহিদ পরিবারের প্রতিনিধি হিসেবে তাঁর সন্তানের স্মৃতিচারণ করবেন।

‎আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আলোচনা সভার মূল উদ্দেশ্য হলো  জুলাইয়ের শহিদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করা এবং নতুন প্রজন্মের সামনে তাঁদের বীরত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সেই আদর্শে অনুপ্রাণিত হতে পারে।

‎আলোচনা সভায়  বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন “জুলাই শহিদ দিবস উদযাপন কমিটি”-র সদস্য সচিব অধ্যাপক ড. মো. দেলোয়ার জাহান মলয়।

৫ দিন আগে রবিবার, জুলাই ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন