Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

শিক্ষা

কুবিতে মার্কেটিং ডিবেটে চ্যাম্পিয়ন 'স্মরণার্হ-১৭'

কুবি প্রতিনিধি:
২ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫
# ফাইল ফটো



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের বিতার্কিক সংগঠন 'মার্কেটিং ডিবেটিং ক্লাব' প্রথম বারের মতো আয়োজন করেছে "ইন্ট্রা-ব্যাচ ডিবেট কম্পিটিশন ১.০"। প্রতিযোগিতায় মার্কেটিং ১৮তম ব্যাচের 'আদ্রিক ধ্বনি' দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মার্কেটিং ১৭তম ব্যাচের দল 'স্মরণার্হ-১৭'। সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের উপনেতা তাহমিদ তাজওয়ার।


গত ১ সেপ্টেম্বর

দুপুর সাড়ে ১২টায় ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। "এই সংসদ বর্তমান বাজার ব্যাবস্থায় ব্র‍্যান্ড ভ্যালু এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর কনজুমার এনগেজমেন্টকে পণ্যের গুণগত মান বৃদ্ধির চেয়ে বেশী অগ্রাধিকার দিবে।" উত্থাপিত মোশনে সরকার হিসেবে প্রতিনিধিত্ব করেন 'আদ্রিক ধ্বনি' এবং বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করেন 'স্মরণার্হ-১৭'। 


বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া আরফিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন জামিল এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মুজাহিদ এবং সাবেক সাধারণ সম্পাদক অভিজিৎ রায়।


এসময় বিভাগের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মেহের নিগার, অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার,  বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. মাঈনুল হাসান, সহযোগী অধ্যাপক মোঃ আবদুল্লাহ আল জামিল,  সাবিকুন নাহার বিপাশা এবং প্রভাষক আবু ওবায়দা রাহিদ। আরও উপস্থিত ছিলেন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। 


বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মেহের নিগার বলেন, "এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপনের দক্ষতা বাড়াবে। তারা শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন করছে না, বরং বাস্তব জীবন ও বাজার ব্যবস্থার জটিল ইস্যুগুলো বিশ্লেষণ করার সুযোগ পাচ্ছে। আমি আশা করি ভবিষ্যতেও আমাদের বিভাগ নিয়মিত এই ধরনের কার্যক্রম আয়োজন করবে।"


বিভাগীয় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. মাঈনুল হাসান বলেন, "বিতর্ক শিক্ষার্থীদের চিন্তা করার ক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায়। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের পেশাগত জীবনের জন্যও প্রস্তুত করে। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু শ্রোতা বা শিক্ষার্থী হিসেবে না থেকে, বিতার্কিক হিসেবে আত্মবিশ্বাসী হয়ে উঠুক এবং এমন প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা আরও বেশি বাস্তব জ্ঞান অর্জন করুক।"

২ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন