কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী সংগঠন ‘আর্টস অ্যান্ড হেরিটেজ সোসাইটি’-এর উদ্যোগে আয়োজিত আরকিওলজি প্রিমিয়ার লীগ (এপিএল) এর জার্সি উন্মোচন অনুষ্ঠান ও লীগের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় প্রত্নতত্ত্ব বিভাগে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী
অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন, বিভাগীয় প্রধান মো. সাদেকুজ্জামান, সহকারী অধ্যাপক মো. মুর্শেদ রায়হান ও মোহাম্মদ মশিউর রহমান, বিভাগের শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ। জার্সি উন্মোচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া চেতনা, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশ সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।লীগে অংশগ্রহণকারী খেলোয়াড়দের চারটি দলে ভাগ করা হয়েছে। দলগুলো হলো ইজিপ্টিয়ান ঈগলস, গ্রিক গ্ল্যাডিয়েটর্স, পার্সিয়ান এম্পায়ার এবং রোমান রয়ালস। প্রতিটি দল লিগভিত্তিক খেলায় একে অপরের মুখোমুখি হবে।
১৫ ঘন্টা আগে সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫