Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লা নগরীর আল-নূর হসপিটালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার:
১৯ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

কুমিল্লা  নগরীর  বাগিচাগাঁও এলাকায় অবস্থিত আল-নূর হসপিটালে ডাক্তারের ভুল চিকিৎসায় নূর মোহাম্মদ  নামের  এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে নিহত শিশু পরিবার। এ শিশুটির মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যম  ফেসবুকে ভাইরাল।

নিহত শিশু নূর মোহাম্মদ কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের মো.সবুজ মিয়ার ছেলে।

শনিবার (২ সেপ্টেম্বর)  সকাল ১০ টায়  পস্রাবের রাস্তার

সমস্যা নিয়ে কুমিল্লা আল-নূর হসপিটালে ভর্তি করানো হয় শিশু নূর মোহাম্মদকে। তখন ডাক্তার বলেন  অপারেশন করলে সমস্যা ঠিক হয়ে যাবে । তাই রাতে অপারেশনের জন্য দেয়া হয় ২৫ হাজার টাকা। অপারেশনের সময় ডাক্তার দেবাশীষ চক্রবর্তী একটি ইনজেকশন দিলে শিশু নূর চোখ বন্ধ করে। এরপর আর চোখ খোলেনি। রাত সাড়ে নয়টায় ডাক্তার জানায়, শিশু নূর মোহাম্মদ মারা গেছে।

হাসপাতালের  ম্যানেজার ইসমাইল হোসেন জানান, ডাক্তার অপরেশন করেছে, আমরা রাতে ছিলাম না। তাই জানিনা।

এদিকে শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি রফাদফার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন  ডা: নাজমুল আলম  জানান, কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

১৯ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন