কুমিল্লায় বরুড়া ও মুরাদনগর উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন।
সোমবার (২৮ এপ্রিল) সকালে মুরাদনগরে জমি থেকে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের মাঠে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গ্রামের মৃত
বীরচরন দেবনাথের ছেলে নিখিল দেবনাথ ও আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রামের জসীম উদ্দীন ভুইয়ার ছেলে জুয়েল ভুঁইয়া।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নিখিল দেবনাথ ও জুয়েল ভূঁইয়া কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের মাঠে পাশাপাশি জমিতে ধান কাটার সময় বজ্রপাতের শিকার হয়। পরে তাদেরকে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে দেখে তারা ঘটনাস্থলেই মারা গেছেন। বর্তমানে দুজনের মরদেহ নিজ নিজ বাড়িতে আছে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মুঠোফোনে তারা ঘটনাটি জানতে পারেন। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।
এদিকে একই সময় বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামেও বজ্রপাতে দুইজন স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।
বজ্রপাতে মৃতব্যক্তিরা হলেন, পয়ালগচ্ছ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ জিহাদ, খোকন মিয়ার ছেলে ফাহাদ, আহত হয়েছেন একই গ্রামের আবু সুফিয়ান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিনজন স্কুল ছাত্রই একই গ্রামের বাসিন্দা। তারা দুপুরের দিকে বাড়ির পাশে মাঠে ঘুড়ি উড়াতে ছিলো। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুইজনকে মৃত ঘোষনা করে। আরেক জন এখনো চিকিৎসাধীন আছেন।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়ে চিকিৎসাধীন আছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাইনি।
৩ দিন আগে বৃহস্পতিবার, মে ১, ২০২৫