Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লায় গাড়ি ভাঙচুর ঘটনায়: ৫ ছাত্রদল কর্মী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:
২০ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের দ্বিতীয় দিন গাড়ি ভাঙচুরের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে  পুলিশ। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর এলাকায় অবরোধের সমর্থনে গাড়ি ভাঙচুর করেছে বেশ কয়েকজন নেতাকর্মী। এ সময় আটক তিনজন হলেন ব্রাহ্মনপাড়া উপজেলার ছাত্রদল নেতা আোঃআশিকুর রহমান, মোজাম্মেল আখন্দ তানিম ও রহমতউল্লাহ।

এদিকে ঢাকা চট্টগ্রাম

মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় পিকেটিং করার সময় আতিক রুবেল নামে একজন ও চৌদ্দগ্রাম থেকে আরেকজনকে গ্রেফতার করা হয়।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান জানান, অবরোধের সমর্থনে গাড়ি ভাঙচুরের সময় পুলিশ হাতেনাতে ছাত্রদলের ৫ জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

২০ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন