কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৩নং চান্দলা ইউনিয়ন ''গজারিয়া একতা ক্লাবের'' পক্ষ হতে ২২ শে মার্চ বুধবার বেলা ১১ টায় গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
গজারিয়া একতা ক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন ভূইয়া সভাপতিত্বে ও ক্লাবের সহ-সভাপতি তমাল সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন গজারিয়া একতা ক্লাবের উপদেষ্টা হাফিজুর রহমান সরকার কাউছার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গজারিয়া একতা ক্লাবের সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ শরিফ খাঁন আকাশ,স্কুলের প্রধান শিক্ষক মোসাঃ নাসিমা আক্তার,সহকারী শিক্ষক শিরিনা আক্তার,শিউলী আক্তার,মোঃ শফিকুল ইসলাম,শিল্পী আক্তার,ক্লাবের সদস্য নাজমুল হাসান,রিফাত,জয়নাল হোসেন সহ ক্লাবের অন্যান্য সদস্যরা ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।
এই সময় প্রত্যেক ক্লাসের প্রথম স্থান,দ্বিতীয় স্থান,তৃতীয় স্থান অধিকারী প্রত্যেক শিক্ষার্থী ও অসচ্ছল দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী উপকরণ তুলে দেওয়া হয়।
ক্লাবের সাধারণ সম্পাদক বলেন, শিক্ষা,স্বাস্থ্য,বিনোদন ও সামাজিক কাজ করাই এই ক্লাবের মূল লক্ষ্য।
ক্লাবটির পক্ষ থেকে দীর্ঘদিন যাবত এইসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।তারই ধারাবাহিকতা অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে আমরা বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম শুরু করেছি। যাতে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীরা শিক্ষা থেকে ঝড়ে না পড়ে।বর্তমানে স্বল্প পরিমাণে শুরু করলে ভবিষ্যতে এর পরিধি বাড়ানো হবে।
এ অনুষ্ঠানে অন্যান্য বক্তরা শিক্ষার্থীদের উদ্দেশ্য দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা পাশে থাকার আশ্বাস প্রদান করেন।।
২৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫