Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শিক্ষা

কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

মোঃ রাসেল সোহেল:
৫ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো





কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এটিই ছিল এবছরের ভর্তি পরীক্ষার প্রথম পরীক্ষা। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০ টা থেকে এই ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়ে সকাল ১১ টায় শেষ হয়।



'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সূত্র মতে, 'সি' ইউনিটে ৯,৯৫২ জন পরীক্ষার্থীর বিপরীতে উপস্থিত ৭,৬৪৬ ছিল  জন। অনুপস্থিত ছিল ২৩০৬ জন।

অর্থাৎ উপস্থিতির হার ৮৩.৮৩শতাংশ।



ইসরাত জাহান ইলমা নামে এক পরীক্ষার্থী পরীক্ষা শেষে বলেন, 'আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালোভাবে সম্পন্ন করেছি। পরীক্ষার কেন্দ্রে টিচাররা যথেষ্ট আন্তরিক ছিলেন এবং তাদের দিকনির্দেশনায় পরীক্ষা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পেরেছি।' 



 ফাহমিদা খানম সুমাইয়া নামের আরেক পরীক্ষার্থী বলেন, 'পরীক্ষার প্রশ্ন মানসম্মত ছিল। আলহামদুলিল্লাহ, ভালোভাবেই পরীক্ষা দিয়েছি। সব মিলিয়ে ভালোই একটা অভিজ্ঞতা।'



পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, 'দু একটি কক্ষে সামান্য সমস্যা হলেও আমরা সফলভাবেই পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। সকালের সহযোগিতায় আমাদের তেমন কোনো সমস্যায় পড়তে হয় নি। সুষ্ঠুভাবে সকল কেন্দ্রে পরীক্ষা সম্পন্ন হয়েছে। 



উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 'সি' ইউনিটের পরীক্ষার মাধ্যমেই এবছর ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এরপর ‘এ’ ইউনিট ও ’বি’ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে তা সমাপ্ত হবে।

৫ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন