Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬, ২ মাঘ ১৪৩২

শিক্ষা

কুবি লিও ক্লাবের নেতৃত্বে শফিকুল-আরিফ

কুবি প্রতিনিধি:
৬ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
# ফাইল ফটো



আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবের যুব সংগঠন লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

১৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিও মো. শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিও মো. আরিফুর রহমান

সিয়াম।

বুধবার (০৭ জানুয়ারি) লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন কমিশনার ও কো-অর্ডিনেটর লায়ন মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি লিও মোহাম্মদ জোবায়ের হোসাইন, যুগ্ম সম্পাদক (এডমিন) লিও ফারহা খানম, যুগ্ম সম্পাদক (প্রজেক্ট) লিও ফাহিম হোসেন, যুগ্ম সম্পাদক (প্রোগ্রাম) লিও মো. রেদওয়ানুল ইসলাম, কোষাধ্যক্ষ লিও সাইদ হাসান কানন, অর্গানাইজিং সেক্রেটারি (মিটিং) লিও মো. হাসান গাজী, অর্গানাইজিং সেক্রেটারি (মোটিভেশন) লিও আকাশ দেব নাথ। 


ছাড়াও,  অর্গানাইজিং সেক্রেটারি (ইভেন্ট) লিও মো. জুনায়েদ, অর্গানাইজিং সেক্রেটারি (ওয়ার্কশপ) লিও ওমর মোহাম্মদ হোসাইন মেশকাত, সার্ভিস কো-অর্ডিনেটর লিও তালহা জুবায়ের, মেম্বারশিপ কো-অর্ডিনেটর লিও মো. মহসিন চৌধুরী মাহি, ডিরেক্টর (ব্র্যান্ডিং অ্যান্ড প্রমোশন) লিও শানে গোনশালভেস, ডিরেক্টর (ব্র্যান্ডিং অ্যান্ড প্রমোশন কো-অর্ডিনেটর) লিও রাত্রি ধর এবং স্পোর্টস কো-অর্ডিনেটর লিও রফিকুল ইসলাম।


লিও ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট লিও মো. শফিকুল ইসলাম বলেন'  “লিও ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করা আমার জন্য গর্বের বিষয়।


লিও ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক নানা কর্মসূচির মাধ্যমে সংগঠনটি ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছে।

গত বছরের কমিটি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে একাধিক সফল সার্ভিস প্রোগ্রাম বাস্তবায়ন করেছে তাঁদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”


এ ছাড়াও তিনি আরও বলেন'  নতুন দায়িত্বে সম্মিলিত প্রচেষ্টা ও দলগত নেতৃত্বের মাধ্যমে লিও ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটিকে আরও কার্যকর ও গতিশীল করে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।


উল্লেখ্য,প্রতিনিয়ত পরিবর্তনশীল এই পৃথিবীতে সঠিক নেতৃত্ব তৈরীর মূল লক্ষ্য নিয়ে লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়।

৬ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন