কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের অঙ্গ সংগঠন পাবলিক এডমিনিস্ট্রেশন এসোসিয়েশন (পিএএ) এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল-আরাফাত আমিন রাফি এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসনিমুর রহমান তানিম।
সোমবার
(১২ জানুয়ারি) লোক প্রশাসন বিভাগের ৩০৭ নম্বর কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিকেলে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোছা. শামসুন্নাহার। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক মো. জিয়া উদ্দীন এবং সহকারী অধ্যাপক মো. হাসান শাহরিয়ার।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাহমুদুর রহমান সিফাত, কোষাধ্যক্ষ মো. শাহ মোকদম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরানী শেখ। এছাড়া সংরক্ষিত নারী আসনে হুমায়রা তাসনিম প্রমি মনোনীত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন অর্পিতা দত্ত (সংরক্ষিত), মো. খালেদ সাইফুল্লাহ, রাকিব এবং মো. মারুফ ইসলাম।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন। যুগ্ম সাধারণ সম্পাদক তাসনিমুর রহমান তানিম বলেন, "আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে আমার বিভাগের এসোসিয়েশনের এজিএস হিসেবে মনোনীত হয়েছি। এই দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় চ্যালেঞ্জ। এসোসিয়েশনের লক্ষ্য ও কার্যক্রমকে আরও গতিশীল করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষক ও সকল সদস্যের সহযোগিতা ও দিকনির্দেশনার মাধ্যমে একসাথে কাজ করে আমরা একটি কার্যকর ও সফল এসোসিয়েশন গড়ে তুলব। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।"
২০ ঘন্টা আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
