কুমিল্লা সেনানিবাসের ময়নামতি ইংলিশ স্কুল এন্ড কলেজ এর ২৩-তম আন্ত: হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় জয়নুল হাউজ চ্যাম্পিয়ন ও জগদীশ হাউজ রানারআপ হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে ক্রীড়া প্রতিযোগিতা ও দ্বিতীয় পর্বে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন, ময়নামতি ইংলিশ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ও ৩৩ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাব্বি আহসান, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস ফারজানা আফরোজ।বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি কামনা করেন। বিদ্যালয়টি শিক্ষা, ক্রীড়া ও সহ-পাঠ্য কার্যক্রমে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন। এমন অগ্রগতি অব্যাহত থাকলে অচিরেই বিদ্যালয়টি সারাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কুমিল্লা সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তা, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫