কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশন (পিএএ) ২০২৬ সালের নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ (১৫তম ব্যাচ) থেকে ২০২৪-২৫ (১৯তম ব্যাচ) শিক্ষাবর্ষ পর্যন্ত সকল শিক্ষার্থী যে কোনো পদে প্রার্থী হতে পারবেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে
দায়িত্ব পালন করবেন লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোসা. শামসুন্নাহার। এছাড়া সহকারী দুই কমিশনার হিসেবে থাকছেন সহযোগী অধ্যাপক মো. জিয়া উদ্দীন এবং সহকারী অধ্যাপক মো. হাসান শাহরিয়ার।পিএএর গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৬ অনুযায়ী মোট ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হবে। এর মধ্যে সাধারণ সম্পাদক ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১ জন, সাংগঠনিক সম্পাদক ১ জন, কোষাধ্যক্ষ ১ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ২ জন (যার মধ্যে ১টি পদ ছাত্রীদের জন্য সংরক্ষিত) এবং কার্যনির্বাহী সদস্য ৫ জন (যার মধ্যে ২টি পদ ছাত্রীদের জন্য সংরক্ষিত)।
গঠনতন্ত্রের ৮নং অনুচ্ছেদ অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের মেয়াদ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত।
নির্বাচন তফসিল অনুযায়ী, ৮ ডিসেম্বর সকাল ১০টায় খসড়া ভোটার তালিকা এবং দুপুর ২টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বিতরণ করা হবে ১০ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১১ ডিসেম্বর দুপুর ২টা। একই দিন বিকাল ৪টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ এবং বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ ডিসেম্বর দুপুর ২টায়।
৩০ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ ও গণনা শেষে একই দিন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে।
চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে আগামী ৪ জানুয়ারি।
৭ দিন আগে শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
