১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-স্কুল পর্যায়) পদে সারাদেশে ১ম স্থান অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার সায়েন্স ও প্রকৌশল বিভাগের ছাত্রী সাবরিনা ইয়াছমিন (রিমি)। বিষয়ভিত্তিক মেধা তালিকায় তিনি ১০০ নম্বরের মধ্যে ৯৮ পেয়ে শীর্ষ স্থান অর্জন করেন।
জানা যায়, সাবরিনা ইয়াছমিন চাঁদপুর সদর উপজেলার মাহবুবুর রশীদ
পাটওয়ারী ও ফাতেমা আক্তারের কন্যা। দুই ভাইবোনের মধ্যে তিনি বড়। তাঁর বাবা একটি এমপিওভুক্ত স্কুলের সহকারী প্রধান শিক্ষক এবং মা গৃহিণী। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।শিক্ষাজীবনে তিনি ২০১৩ সালে আল আমিন একাডেমি থেকে এসএসসি এবং ২০১৫ সালে চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে ভর্তি হয়ে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।
সাফল্যের অনুভূতি প্রকাশ করে সাবরিনা ইয়াছমিন বলেন, “আমি বিশ্বাস করি, বাবা-মায়ের দোয়া,পরিবারের সাপোর্ট, আমার পরিশ্রম আর আল্লাহর রহমতের সম্মিলনেই এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। তবে আমার পরিশ্রমের চেয়েও রেজাল্ট শিটে নিজের রোল নাম্বার টা সবার প্রথমে খুঁজে পাওয়ার মুহূর্তটাই ছিল সবচেয়ে আনন্দময় ও স্মরণীয়। আমার এই সাফল্যে পরিবারের সবাই আনন্দিত, বিশেষ করে আমার বাবা অনেক বেশি আনন্দিত। যদিও আমার এ অর্জন খুবই সামান্য, তবুও বাবার মুখের হাসিই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
তিনি আরো বলেন, আমি প্রার্থনা করি, এ অর্জনকে শক্তি হিসেবে নিয়ে যেন আগামী দিনে একজন আদর্শ শিক্ষক হয়ে বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পাই।"
১৫ দিন আগে সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫