Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬, ২ মাঘ ১৪৩২

শিক্ষা

শরিফ ওসমান হাদির মৃত্যুতে মাভাবিপ্রবি ভাইস-চ্যান্সেলরের শোক প্রকাশ

আতিক মাহবুব তানজিম, মাভাবিপ্রবি:
২৬ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
# ফাইল ফটো



সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব  মঞ্চের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।


এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা

করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


ভাইস-চ্যান্সেলর বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এক সাহসী ও আপসহীন কণ্ঠ। জুলাই গণ-অভ্যুত্থানে তার ত্যাগ ও ভূমিকা দেশের রাজনৈতিক আন্দোলনে স্মরণীয় হয়ে থাকবে। তার অকালপ্রয়াণে দেশ একজন দায়িত্বশীল ও সচেতন যোদ্ধাকে হারাল।

২৬ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন