অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বাতে নটরডেম কলেজ এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । বিগত বছরে যে সকল শিক্ষক এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সাধারণ সভায় বিদায়ী সভাপতি এবং জেনারেল সেক্রেটারি তাদের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। এরপর সভাপতি ডাঃ সাজিদুল ইসলাম বর্তমান কমিটির বিলুপ্তি
নব নির্বাচিত কমিটির সদস্যদের নামঃ সভাপতি: ডাঃ সাজিদুল ইসলাম. সাধারণ সম্পাদক: মোঃ সায়মন হোসেন, কোষাধ্যক্ষ: অমল দত্ত, সহ-সভাপতি ১: ডাঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি ২: মোহাম্মদ আল-আমিন সদস্য: আসিফ রহমান, মোহাম্মদ সোহেল সানাউল্লাহ, ওমর ফারুক, পুলক মজুমদার, নাজমুল হাসান, রিয়াদুজ্জামান, মোঃ মাসুদ পারভেজ (কুইন্সল্যান্ড প্রতিনিধি), তৌহিদ খান (নিউ সাউথ ওয়েলস প্রতিনিধি), মো সাব্বির হোসেন (নর্দার্ন টেরিটরি প্রতিনিধি), তামিম সাহরিয়ার সুবীন ও তানিম মান্নান।
১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫