Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব

জিমি কার্টারের শেষকৃত্যে পাঁচ মার্কিন প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট:
৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘায়ুর অধিকারী প্রেসিডেন্ট জিমি কার্টার গত সপ্তাহে একশ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। গত বছরের ৩০ ডিসেম্বর জর্জিয়ার প্লেইনসে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


গতকাল (বৃহস্পতিবার) ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বর্তমান এবং সাবেক প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টসহ বহু বিশিষ্ট

ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।


শেষকৃত্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিনটন। তাদের সবাইকে প্রথম সারিতে পাশাপাশি বসে থাকতে দেখা যায়।


এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, তার পূর্বসূরি মাইক পেন্স ও আল গোর। নির্বাচিত রাজনীতিবিদ এবং জনসাধারণের অনেকেই কার্টারের প্রতি শ্রদ্ধা জানাতে হাজির হন।


২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে যাওয়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও তার স্বামী বিল ক্লিনটনের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেন।


প্রেসিডেন্ট জো বাইডেন তার বক্তব্যে জিমি কার্টারের মানবিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করেন। তিনি বলেন, "জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলাই একজন ভালো মানুষের পরিচয়।" বাইডেন সবাইকে কার্টারের উদাহরণ থেকে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।


জিমি কার্টার ও জো বাইডেনের দীর্ঘদিনের পরিচয় ছিল। স্মৃতিচারণ করতে গিয়ে বাইডেন তাদের বন্ধুত্বের নানা ঘটনা উল্লেখ করেন।


অনুষ্ঠানের শুরুর দিকে দেখা যায়, দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ থাকা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প ও বারাক ওবামা হাসিমুখে কথাবার্তা বলছিলেন।


সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তার স্বামীর সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন, তবে মিশেল ওবামা অনুপস্থিত ছিলেন।


অতিথিরা আসনে বসার সময় দেখা যায়, ট্রাম্প ও তার সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স করমর্দন করছেন। পেন্স বর্তমানে ২০২৪ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে আছেন।


অনুষ্ঠানে পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা, নেদারল্যান্ডসের রাজকুমারী মেবেল এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের সময় ট্রাম্প ও কমলা হ্যারিস কাছাকাছি বসলেও তাদের মধ্যে কোনো কথাবার্তা বা করমর্দন হয়নি। তবে হ্যারিসের স্বামী ডগ এমহফ ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন।


অতিথিরা জিমি কার্টারের প্রেসিডেন্সির আগে ও পরে জনসেবায় তার অবদানের প্রশংসা করেন এবং তাকে স্মরণ করেন একজন মানবতাবাদী নেতা হিসেবে।

৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন