Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব

আরব ও মুসলিম দেশগুলোর প্রতি এরদোগান যে আহ্বান জানালেন

ডেস্ক রিপোর্ট:
২৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




গাজায় যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনিদের সমর্থনে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আহ্বান জানিয়েছেন। আঙ্কারায় মন্ত্রিসভার এক বৈঠকে এই আহ্বান জানান তিনি।


মঙ্গলবার (২১ জানুয়ারি) ডেইলি সাবাহ’র এক প্রতিবেদনে জানানো হয়, আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকে এরদোগান আরব ও মুসলিম বিশ্বের প্রতি সংহতি ও মানবিক সহায়তার মাধ্যমে গাজার জনগণকে

সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন।


তিনি বলেন, তুরস্ক বহুমাত্রিক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সক্রিয়ভাবে যুদ্ধবিরতি চুক্তিতে সহায়তা করেছে। এছাড়া, বিশাল চ্যালেঞ্জ সত্ত্বেও ফিলিস্তিনি জনগণের ভূমি রক্ষায় তাদের স্থিতিস্থাপকতার প্রশংসা করেন তিনি।


এছাড়া, এরদোগান ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের অমানবিক আচরণের কথা তুলে ধরে কারাগারে বন্দি ফিলিস্তিনিদের অবস্থার প্রতি ইঙ্গিত করেন। তিনি বলেন, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে জিম্মি বিনিময়ের ঘটনা থেকে বোঝা যায়, কোন পক্ষ মানুষের জীবন ও মর্যাদাকে মূল্য দেয়।


উল্লেখযোগ্য, দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর রোববার (১৯ জানুয়ারি) গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির প্রথম দিনেই হামাস তিন নারী ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়, এর বিনিময়ে ইসরাইল ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।


২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

২৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন