Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

যে কারণে ভারত ২০ হাজার বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিয়েছে

ডেস্ক রিপোর্ট:
২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




ঢাকায় ভারতীয় হাইকমিশন ২০ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট ফেরত দিয়েছে। ভিসার দাবিতে ‘বিক্ষোভ ও হুমকি’র প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।


সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার

পর থেকে ভারতীয় ভিসা পরিষেবা বন্ধ রয়েছে। আপৎকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের আপাতত ভিসা দেওয়া হচ্ছে না।


টাইমস অব ইন্ডিয়ার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় ভারতীয় হাইকমিশনে ব্যাপক বিক্ষোভ ও হুমকির প্রেক্ষিতে ২০ হাজারেরও বেশি পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। বাংলাদেশি নাগরিকদের জন্য অনির্দিষ্টকালের জন্য ভিসা পরিষেবা স্থগিত করার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা আবেদনকারীদের মধ্যে অচলাবস্থা তৈরি করেছে।


প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় হতাশাগ্রস্ত আবেদনকারীরা ব্যাপকভাবে হাইকমিশনে ইমেইল পাঠাচ্ছেন। কিছু ইমেইলে ভাঙচুরের হুমকিও দেওয়া হয়েছে।


আরও বলা হয়েছে, বাংলাদেশে কূটনৈতিক মিশনের ঘাটতির কারণে অনেক বাংলাদেশি নাগরিক ইউরোপের ভিসা পেতে ভারতের ওপর নির্ভর করে থাকেন। দুর্গাপূজা আসন্ন হওয়ায় ভিসার আবেদনও বেড়েছে।


দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় দূতাবাস সতর্ক অবস্থায় রয়েছে। তবে, দুই দেশের সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন