Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, মে ১০, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বিশ্ব

উত্তর গাজায় ইসরাইল নতুন করে বিমান হামলা শুরু করেছে

ডেস্ক রিপোর্ট:
৫ দিন আগে শনিবার, মে ১০, ২০২৫
# ফাইল ফটো




ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের জাবালিয়ায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে। এরই অংশ হিসেবে তারা ইতোমধ্যেই কয়েক হাজার ফিলিস্তিনি নাগরিককে উত্তর গাজা থেকে সরিয়ে নিয়েছে।


রোববার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানায়।


ইসরাইলি গণমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গাজায় গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এটি জাবালিয়ায়

ইসরাইলি বাহিনীর চতুর্থ অভিযান। এই অভিযান মূলত হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারের ওপর চাপ সৃষ্টি করতে পরিচালিত হচ্ছে, যাতে ইসরাইল বন্দি বিনিময়ের চুক্তি করতে পারে। যদিও ইসরাইলের আগের কোনো প্রচেষ্টাই সফল হয়নি।


ইসরাইলি গণমাধ্যম মনে করছে, উত্তর গাজা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়া ইসরাইলের একটি মধ্যপন্থি পদক্ষেপ। এই পদক্ষেপের অংশ হিসেবে পুরো এলাকাটি একবারে খালি না করে, ধাপে ধাপে কিছু অংশ খালি করা হচ্ছে। এটি আন্তর্জাতিক বিরোধ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের আপত্তি কমানোর একটি কৌশল হতে পারে।


ইসরাইলি বাহিনী ইতোমধ্যেই জাবালিয়ার চারপাশে অবরোধ তৈরি করেছে এবং শহরটিতে প্রবেশের আগেই আর্টিলারি গোলাবর্ষণ ও বিমান হামলা শুরু করেছে।


এদিকে আইডিএফ ঘোষণা করেছে যে, তারা আল-মাওয়াসি অঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রম বাড়িয়েছে। সেখানে শরণার্থী শিবির, অস্থায়ী হাসপাতাল এবং খাদ্য, পানি, ওষুধ সরবরাহ করা হয়েছে।


এছাড়াও উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের দক্ষিণে সরিয়ে নেওয়ার জন্য দুইটি সড়কপথ পুনরায় খুলে দিয়েছে আইডিএফ, যার একটি সালাহ আল-দিন সড়ক এবং অন্যটি আল-রশিদ উপকূলীয় সড়ক। ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ অঞ্চল নির্দেশ করতে মানচিত্রও প্রকাশ করেছে।


এই অপসারণ কার্যক্রম শুরু হয়েছে সেন্ট্রাল গাজার কিছু অংশ থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার একদিন পর, যেখানে আইডিএফ ২৫২ নম্বর ডিভিশন ব্যবহার করে লুকিয়ে থাকা হামাস যোদ্ধাদের খুঁজে বের করার চেষ্টা করছে।


সূত্র: জেরুসালেম পোস্ট

৫ দিন আগে শনিবার, মে ১০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন