Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

বাংলাদেশের খুব কাছে ভারতের শিলিগুড়ি ও বিহার রাজ্যে ভূমিকম্প!

আন্তর্জাতিক ডেস্ক:
৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

সীমান্তের ওপারে ভারতের শিলিগুড়ি ও বিহার রাজ্যে ভূমিকম্প অনুভূত হয় বুধবার (১২ এপ্রিল) ভোর ৫টা ৩৫ মিনিটে। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৪ দশমিক ৩। তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।


ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) সূত্রমতে, বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটে বিহারের আরারিয়ায় কম্পন অনুভূত হয়। যার কেন্দ্রস্থল ছিলো মাটির ১০ কিলোমিটার গভীরে।পাশাপাশি

একই সময়ে কম্পন অনুভূত হয় পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও। যার মাত্রাও ছিলো ৪ দশমিক ৩। শিলিগুড়ির ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ কম্পন অনুভূত হয়।

উল্লেখ্য, এর আগে গেলো রবিবার (৯ এপ্রিল) নিকোবর দ্বীপের ১০ কিলোমিটার গভীরে রিখটার স্কেলে ৫ দশমিক ৩ মাত্রার একটি কম্পন অনুভূত হয়।

৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন