Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শিক্ষা

কুবিতে মার্কেটিং বিভাগের উদ্যোগে ‘উদ্যোক্তা মেলা-২০২৪’ অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি:
১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হলো ‘উদ্যোক্তা মেলা-২০২৪’। সোমবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রাণবন্ত এ মেলা অনুষ্ঠিত হয়।


শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে বাস্তবমুখী জ্ঞান অর্জনের লক্ষ্যে ‘এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট’ কোর্সের

আওতায় এ মেলার আয়োজন করা হয়। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান ও প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম। 


এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মেহের নিগার, ছাত্র উপদেষ্টা মাহফুজুর রহমান, কোর্স সমন্বয়কারী সাবিকুন নাহার বিপাশা এবং বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।


মেলায় মোট ছয়টি দোকানে ছিলো বিভিন্ন রকমের পণ্য। কেউ এনেছে ম্যারিকোর শীতকালীন পণ্য, আবার কেউ এনেছে বাহারি রকমের পিঠা। এছাড়াও ছিলো বিরিয়ানির, হাঁসের মাংস, জুস, ফল, মোমোস, চা ইত্যাদি। প্রতিটি স্টলই ছিল ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।


মেলা নিয়ে মার্কেটিং ১৫তম ব্যাচের শিক্ষার্থী রিয়াদ হোসেন বলেন, এই মেলা আয়োজন নিয়ে আমাদের অনেক কিছু সামলাতে হয়েছে, যেমন- কোম্পানি নির্বাচন করা, কি কি পণ্য মেলায় বিক্রি করবো সেটা ভাবা, সঠিক ভাবে টার্গেট কাস্টমার খুঁজে বের করা ইত্যাদি।  এতো পরিমাণ আমরা বিক্রি করতে পারবো তা ভাবিনি। এমন মেলার আয়োজনে আমরা বই মুখী জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না থেকে হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি।

১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন