কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ইস্পাহানীয়ান পরিবার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ পবিত্র রমজান মাসে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার চকবাজারের মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অনুষ্ঠিত এই ইফতার
ও দোয়া মাহফিলে ইস্পাহানীয়ান পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শারফাত হোসেন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী আবু সাঈদ মোঃ সালেহ, শিক্ষানবিশ আইনজীবী মোঃ মাজেদুল ইসলাম টিটু এবং ইস্পাহানীয়ান পরিবার, কুবির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সজীবসহ অন্যান্য সদস্যবৃন্দ।
ইফতার মাহফিলের আয়োজন সম্পর্কে 'ইস্পাহানীয়ান পরিবার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়' এর সভাপতি শারফাত হোসেন বলেন, "আমরা পূর্বেও কুরআনের পাখিদের সাথে বিভিন্ন সামাজিক কার্যক্রম করেছি, তবে এটাই প্রথমবার পবিত্র রমজান মাসে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এটি আমার জন্য বিশেষ আত্মতৃপ্তির বিষয়। আল্লাহ চাইলে, ভবিষ্যতে আমরা সমাজের কল্যাণে আরো কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ।"
এ আয়োজনে অংশগ্রহণকারী সকলেই পরস্পরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং সমাজের জন্য কল্যাণকর উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫