Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

শিক্ষা

কুবির আইসিটি সেলের পরিচালকের দায়িত্বে ড. মেহেদী হাসান

কুবি প্রতিনিধি:
২ দিন আগে রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
# ফাইল ফটো



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসানকে আইসিটি সেলের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


সোমবার (৮ সেপ্টেম্বর) রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


অফিস আদেশে বলা হয়, "কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইটি সংক্রান্ত কাজের স্বার্থে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে

ড. মো. মেহেদী হাসান, সহযোগী অধ্যাপক, আইসিটি বিভাগ, কু.বি কে নিম্নেবর্ণিত শর্তসাপেক্ষে আইসিটি সেল, কু.বি. এর পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। শর্তসমূহ: ১. এই দায়িত্ব তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে গণ্য হবে। ২. তিনি বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। ৩. এই আদেশ পত্র জারির তারিখ হতে কার্যকর হবে।"


রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, "অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল গুলো অনেক স্ট্রং (শক্তিশালী)। সে হিসেবে আমাদের কাজগুলো তেমন ইফেক্টিভ না। এজন্য আমরা আপাতত একজন শিক্ষক সাময়িকভাবে নিয়োগ দিয়েছি, যেনো কাজগুলো আরো কার্যকরী হয়।"

২ দিন আগে রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন