Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব

ইরানে ইসরাইলের হামলার পরিকল্পনার গোপন নথি ফাঁস

ডেস্ক রিপোর্ট:
২১ দিন আগে শুক্রবার, মে ৯, ২০২৫
# ফাইল ফটো




গত ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার পর ইসরায়েলও প্রতিশোধ নিতে পরিকল্পনা সাজাতে শুরু করেছে। সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষা বিভাগের অধীন একটি সংস্থা ইরানের ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছে। তবে, এই অত্যন্ত গোপন নথি ফাঁস হয়ে গেছে। খবর: সিএনএন


সূত্রের খবর, যারা বিষয়টির সাথে পরিচিত, তাদের মধ্যে

তিনটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। একটি সূত্র বলেছে, ফাঁস হওয়া নথিগুলো সঠিক। এফবিআইয়ের একজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, নথিগুলোর ফাঁস হওয়া উদ্বেগজনক।


নথিগুলোতে ১৫ ও ১৬ অক্টোবরের তারিখ উল্লেখ আছে, তবে এগুলো গত শুক্রবার অনলাইনে ছড়িয়ে পড়ে। ‘মিডল ইস্ট স্পেকটেটর’ নামক একটি অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম টেলিগ্রামে এই নথিগুলো প্রকাশিত হয়।


এগুলো ‘ফাইভ আইস’ (পাঁচ চোখ) মিত্র দেশ—অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যের জন্য তৈরি। নথিগুলোতে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সম্ভাব্য হামলার প্রস্তুতির বিবরণ রয়েছে। একটি নথিতে বলা হয়েছে, ‘ন্যাশনাল জিওসপ্যাটিয়াল–ইন্টেলিজেন্স এজেন্সি’ এ নথি প্রস্তুত করেছে। তথ্য অনুযায়ী, পরিকল্পনার আওতায় ইসরায়েল তার অস্ত্রশস্ত্র মোতায়েন করছে।


অন্য একটি নথিতে উল্লেখ করা হয়েছে, এটি মার্কিন প্রতিরক্ষা বিভাগের অধীন ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি’র সংগ্রহ করা। এতে ইসরায়েলি বিমানবাহিনীর আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের মহড়ার কথা বলা হয়েছে, যা ইরানে হামলার প্রস্তুতির অংশ বলে মনে হচ্ছে। তবে সিএনএন এসব নথি থেকে সরাসরি তথ্য উদ্ধৃত করেনি বা সেগুলো দেখেনি।


অতিগোপনীয় নথি ফাঁসের পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) এবং পেন্টাগন সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করতে পারে।


সিএনএন-এর প্রশ্নের জবাবে এফবিআই কোনো মন্তব্য করেনি। এই ফাঁসের ঘটনা ঘটেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক এক স্পর্শকাতর পর্যায়ে রয়েছে এবং এটি ইসরায়েলিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করতে পারে।


এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী এবং সিআইএ’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা মাইক মুলরয় বলেছেন, ‘ইরানের ১ অক্টোবরের হামলার জবাব নিয়ে ইসরায়েলি কৌশলগত পরিকল্পনা ফাঁস হওয়ার ঘটনা সত্যি হলে, এটি গুরুতর নিরাপত্তা ব্যত্যয়ের বিষয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ভবিষ্যৎ সমন্বয় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।’


নথিগুলো কিভাবে প্রকাশ্যে এসেছে, তা এখনো স্পষ্ট নয়; এগুলো হ্যাকড হয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে ফাঁস করা হয়েছে, তা নিয়ে এখনও নিশ্চিত তথ্য নেই।

২১ দিন আগে শুক্রবার, মে ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন