ভারতীয় বিমান হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জন হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত ছয়টি এলাকায় ২৪টি স্থাপনায় বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।
অন্যদিকে, ভারত সরকারের দাবি, তারা পাকিস্তানের নয়টি স্থানে আক্রমণ চালিয়েছে,
তবে তাদের লক্ষ্য পাকিস্তানের কোনো সামরিক স্থাপনা ছিল না।পুলওয়ামা হামলার প্রায় দুই সপ্তাহ পর পাকিস্তানের অভ্যন্তরে এই হামলা চালায় ভারত। তবে পাকিস্তানের দাবি, এই সময় তারা ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে "লজ্জাজনক" বলে মন্তব্য করেছেন। দুই দেশের মধ্যে উত্তেজনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছেন। এছাড়াও, তিনি সতর্ক করে দিয়ে বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্বের জন্য কোনো ভালো ফল বয়ে আনবে না। গুতেরেস আরও জানান, নিয়ন্ত্রণ রেখা (LoC) এবং আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের এই সামরিক অভিযান নিয়ে তিনি বিশেষভাবে উদ্বিগ্ন।
সূত্র: এএফপি
১ দিন আগে বৃহস্পতিবার, মে ৮, ২০২৫