Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের, ৮ জন নিহত

ডেস্ক রিপোর্ট:
১ দিন আগে বৃহস্পতিবার, মে ৮, ২০২৫
# ফাইল ফটো




পাকিস্তানের ৬টি স্থানে ভারতের বিমান হামলায় ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও অন্তত ৩৫ জন আহত হয়েছেন। পাকিস্তান দাবি করেছে যে তারা ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার গভীর রাতে। খবর ডনের।


পাকিস্তান সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী, ভারত গভীর রাতে তাদের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালায়। হামলার লক্ষ্যস্থলগুলোর মধ্যে রয়েছে সিয়ালকোট,

কোটলি, বাহাওয়ালপুর এবং মুজাফফরাবাদ। বুধবার রাত ১টার পর ভারতীয় বিমান হামলার মাধ্যমে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায়।


ভারত এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিন্ধুর’। হামলার খবর প্রকাশের পর পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করে যে, তাদের বিমানবাহিনী সক্রিয় রয়েছে এবং ভারত নিজস্ব আকাশসীমা থেকেই হামলা চালিয়েছে।


পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রাত পৌনে ৩টার দিকে জানান যে পাকিস্তান দুইটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। পরে রাত ৩টা ৪২ মিনিটে রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি তৃতীয় একটি বিমান ভূপাতিত হওয়ার খবর প্রচার করে। পাকিস্তান বিমানবাহিনী আওয়ান্তিপোরা থেকে ১৭ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে আরেকটি ভারতীয় রাফাল বিমান ভূপাতিত করেছে বলে দাবি করা হয়। ভোর ৪টার দিকে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র নিশ্চিত করেন যে এ পর্যন্ত ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।


ভোর ৫টার পর পাকিস্তানের প্রতিরক্ষা ও তথ্যমন্ত্রীরা চতুর্থ ও পঞ্চম ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেন। সকাল ৭টায় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন যে ভারত নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) সাদা পতাকা উত্তোলন করে পরাজয় স্বীকার করেছে।


জিও নিউজের লাইভ সম্প্রচারে আতাউল্লাহ তারার বলেন, আমরা আখনুর, আম্বালা, বারনালা এবং জম্মুতে ভারতীয় বিমান ভূপাতিত করেছি। এছাড়াও আমরা একটি কোয়াডকপ্টার ও একটি বড় ড্রোন গুলি করে নামিয়েছি।


রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে যে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফাল, একটি এসইউ-৩০ এবং একটি মিগ-২৯ রয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র রয়টার্সকে বলেন, ভারতীয় বিমানগুলোকে কেবল তখনই গুলি করা হয়েছে যখন তারা পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালায়।


তবে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত বিমান ভূপাতিত হওয়া সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি। অন্যদিকে, পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি দাবি করেছে যে ভারতীয় গণমাধ্যম পাকিস্তান বিমানবাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছে। পিটিভি জানিয়েছে যে পাকিস্তান বিমানবাহিনীর কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি।

১ দিন আগে বৃহস্পতিবার, মে ৮, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন