Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বিশ্ব

উত্তেজনার মধ্যেই পাকিস্তান নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল

ডেস্ক রিপোর্ট:
৩ দিন আগে মঙ্গলবার, মে ৬, ২০২৫
# ফাইল ফটো



পেহেলগামে সন্ত্রাসী হামলার পর উত্তপ্ত পরিস্থিতির মধ্যে শনিবার পাকিস্তান সফলভাবে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর (ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস) জানায়, ৪৫০ কিলোমিটার পাল্লার "আবদালি" ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সফল হয়েছে। এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র।


আইএসপিআরের

এক বিবৃতিতে বলা হয়েছে, এই পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই করা এবং ক্ষেপণাস্ত্রটির নেভিগেশন সিস্টেম ও কৌশলগত দক্ষতা পরীক্ষা করা। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা ও সামরিক বাহিনীর প্রধানরা এই সাফল্যে সংশ্লিষ্ট সেনাসদস্য, বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন।


আইএসপিআর আরও জানায়, নেতৃত্ব পাকিস্তানের কৌশলগত বাহিনীর সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতায় আস্থা রেখেছেন, যা জাতীয় নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এসেছে এমন এক সময়ে, যখন পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক অত্যন্ত উত্তেজনাপূর্ণ। গত ২২ এপ্রিল অধিকৃত কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। ২০০০ সালের পর এটিই সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত।


ভারত অভিযোগ করেছে যে পাকিস্তান এই হামলার পেছনে জড়িত, যদিও পাকিস্তান তা প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। এই ঘটনার পর থেকে দুই দেশের সীমান্তে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে।

৩ দিন আগে মঙ্গলবার, মে ৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন