Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বিশ্ব

গুলি করে ২ ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান

ডেস্ক রিপোর্ট:
১৫ ঘন্টা আগে বৃহস্পতিবার, মে ৮, ২০২৫
# ফাইল ফটো




পাকিস্তানের লাহোর শহরের আকাশে বৃহস্পতিবার (৮ মে) দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। একটি মার্কিন সংবাদমাধ্যমকে নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনা ঘটেছে ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই।


ভারতের সঙ্গে পাকিস্তানের সীমান্ত সংঘর্ষের পরের দিনই এই ঘটনা ঘটে। তবে ভূপাতিত ড্রোনগুলোর

ধরন বা উৎস সম্পর্কে এখনো কোনো তথ্য দেয়নি পাকিস্তানি কর্তৃপক্ষ। পুলিশ কর্মকর্তা জানান, ড্রোনগুলোর বৈশিষ্ট্য ও মালিকানা নিয়ে তদন্ত চলছে।


লাহোর শহর ভারতীয় সীমান্ত থেকে মাত্র ১৩ মাইল দূরে অবস্থিত এবং এখানে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বসবাস করে। সূত্রমতে, ড্রোন দুটি একটি জ্যামিং সিস্টেমের আওতায় আসায় এর নিয়ন্ত্রণ হারিয়ে ভূপাতিত হয়। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


এদিকে, পাকিস্তানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ লাহোর বিমানবন্দর স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তবে এই সিদ্ধান্তের কারণ জানানো হয়নি।


এর আগে, বুধবার (৭ মে) ভারত পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে পাকিস্তান দাবি করে, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারত শুধু তিনটি যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছে।


ভারতের বক্তব্য অনুযায়ী, তারা নয়টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যেগুলোর কিছু গত মাসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার সঙ্গে জড়িত ছিল। ওই হামলায় ২৫ পর্যটক ও এক স্থানীয় নিহত হয়েছিলেন।


পাকিস্তানের দাবি, ভারতের হামলা ও সীমান্তে গোলাবর্ষণে অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।


এই ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


১৫ ঘন্টা আগে বৃহস্পতিবার, মে ৮, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন