Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

সিঙ্গাপুরে টানা ১৪ বারের মতো ক্ষমতায় পিপল’স অ্যাকশন পার্টি

ডেস্ক রিপোর্ট:
১ দিন আগে মঙ্গলবার, মে ৬, ২০২৫
# ফাইল ফটো



সিঙ্গাপুরের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন পিপল’স অ্যাকশন পার্টি (পিএপি) টানা ১৪তম বারের মতো জয়ী হয়েছে। এ বিজয়ের মাধ্যমে দেশটিতে তাদের ৬ দশকেরও বেশি সময়ের শাসন আরও দীর্ঘায়িত হলো।


রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ১৯৬৫ সালে সিঙ্গাপুরের স্বাধীনতার আগে থেকেই ক্ষমতায় থাকা পিএপি এবার সংসদের ৯৭টি আসনের মধ্যে ৮৩টিতে জয় পেয়েছে। ৩১টি নির্বাচনী এলাকার বেশিরভাগেই তারা বড় ব্যবধানে

জিতেছে, যদিও বিরোধী দলগুলো গত নির্বাচনের তুলনায় তাদের অগ্রগতি ধরে রাখতে পারেনি।


এই নির্বাচনকে পিএপির জনপ্রিয়তার পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল, কারণ এশিয়ার এই আর্থিক কেন্দ্রে দীর্ঘদিনের একদলীয় শাসন নিয়ে কিছুটা অসন্তোষের ইঙ্গিত মিলছিল।


যদিও পিএপি সাধারণত ৯০ শতাংশের বেশি আসন জিতে থাকে, তবুও মোট ভোটের শতাংশ তাদের জনসমর্থনের একটি গুরুত্বপূর্ণ সূচক।


দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত লরেন্স ওয়াং বৈশ্বিক বাণিজ্য সংঘাতের কারণে আসন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তিশালী জনম্যান্ডেট পেতে চেয়েছিলেন।


স্থানীয় মিডিয়ার তথ্য অনুযায়ী, পিএপি এবার ৬৩.৯ শতাংশ ভোট পেয়েছে, যা ২০২০ সালের ৬১.২ শতাংশ ভোটের চেয়ে বেশি।


এই ফলাফলকে গত বছর সিঙ্গাপুরের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া ৫১ বছর বয়সী লরেন্স ওয়াংয়ের প্রতি জনগণের ব্যাপক সমর্থন হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। এর আগে দুই দশক ধরে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ছিলেন লি হসিয়েন লুং, যিনি আধুনিক সিঙ্গাপুরের রূপকার লি কুয়ান ইয়িউর পুত্র।


বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর একটি সিঙ্গাপুরে ওয়াংকে এখন উচ্চ জীবনযাত্রার ব্যয় ও আবাসন সংকট মোকাবিলার পাশাপাশি বৈশ্বিক বাণিজ্য সংঘাতজনিত অর্থনৈতিক চ্যালেঞ্জ সামলাতে হবে।


জয়ের পর ওয়াং তার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, "আমরা আপনারাদের এই শক্তিশালী ম্যান্ডেটের জন্য কৃতজ্ঞ এবং আমরা এটিকে সম্মান করব।"


ক্ষমতাসীন দল সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল বিরোধী দল ওয়ার্কার্স পার্টি মাত্র ২৪টি আসনে লড়াই করে ৮টি আসন জিতেছে। সিঙ্গাপুরে কোনো বিরোধী দলের জন্য এটিই সবচেয়ে বড় অর্জন।

১ দিন আগে মঙ্গলবার, মে ৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন