Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বিশ্ব

একদিনে ৪ দেশে বিমান হামলা চালালো ইসরায়েল

ডেস্ক রিপোর্ট:
১৮ ঘন্টা আগে মঙ্গলবার, মে ৬, ২০২৫
# ফাইল ফটো




গাজা উপত্যকা জুড়ে তীব্র অভিযান ও হামলা চালানোর পাশাপাশি একই দিনে তিনটি দেশে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে ইসরায়েলের একটি প্রধান বিমানবন্দরে হুথি বাহিনীর হামলার প্রতিশোধ হিসেবে ইয়েমেনে আঘাত হেনেছে ইসরায়েল।


মঙ্গলবার (৬ মে) আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনের গাজা ছাড়াও ইয়েমেন, সিরিয়া ও লেবাননে সোমবার একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায়

অন্তত ৫৪ জন নিহত হয়েছে বলে জানা গেছে।


গাজা উপত্যকা দখলের জন্য কঠোর পদক্ষেপ নিচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। তিনি স্পষ্ট করে বলেছেন, গাজায় নতুন স্থল অভিযানের মাধ্যমে ২০ লাখেরও বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে।


ইয়েমেনে সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (৫ মে) ৩০টি যুদ্ধবিমান নিয়ে হুথি নিয়ন্ত্রিত এলাকায় ব্যাপক বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক্স-পোস্টে এই হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, ইসরায়েলে হুথিদের হামলার জবাবে এই অভিযান পরিচালিত হয়েছে।


ইসরায়েলের বক্তব্য অনুযায়ী, ইয়েমেনের হোদাইদা বন্দর এলাকায় ‘সন্ত্রাসী স্থাপনা’ এবং হোদাইদার পূর্বে একটি কংক্রিট কারখানায় এই হামলা চালানো হয়।


এদিকে, আগামী সপ্তাহে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৩ থেকে ১৫ মে পর্যন্ত এই তিন দিনের সফরে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনায় জোর দেবেন বলে ধারণা করা হচ্ছে।

১৮ ঘন্টা আগে মঙ্গলবার, মে ৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন