Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, জুলাই ২৬, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

শিক্ষা

ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, দি গাম্বিয়া - এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

স্টাফ রিপোর্টার:
১ দিন আগে শনিবার, জুলাই ২৬, ২০২৫
# ফাইল ফটো



২২ জুলাই ২০২৫ ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IOU), দি গাম্বিয়া এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ স্মারকের মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত কনফারেন্স ২৫ অক্টোবর ২০২৫ ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। 


কনফারেন্সে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক ও শিক্ষাবিদগণ তাদের গবেষণা কর্ম উপস্থাপনের সুযোগ পাবেন। এতে বৈশ্বিক জ্ঞান ও অভিজ্ঞতার আদান-প্রদান হবে। নতুন নতুন উদ্ভাবন, উন্নয়ন নির্দেশনা ও তা বাস্তবায়নের ক্ষেত্র তৈরি হবে। 


ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী'র উপস্থিতিতে সমঝোতা স্মারকে সাক্ষর করেন ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর পরিচালক ডিসটিংগুইস প্রফেসর ড. মো. আব্বাস আলী খান এবং ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IOU), দি গাম্বিয়ার পক্ষে রিসার্চ এন্ড পাবলিকেশন্স এর পরিচালক প্রফেসর ড. আফরোজা বুলবুল।


অনুষ্ঠানে আইওইউ, দি গাম্বিয়ার ডেপুটি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আহসান যুক্তরাজ্য থেকে এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. শফিকুর রহমান অস্ট্রিলিয়া থেকে জুম প্লাটফর্মের মাধ্যমে যুক্ত হন।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

১ দিন আগে শনিবার, জুলাই ২৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন