উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে মঙ্গলবার রাতে তাদের জিততেই হতো বায়ার্ন মিউনিখের বিপক্ষে।
অন্যদিকে গ্যালাতাসারেইর সঙ্গে ড্র করতে হতো এফসি কোপেনহেগেনের। কিন্তু মঙ্গলবার রাতে দু'টি সমীকরণের কোনোটিই এক সুঁতোয় জড়ায়নি।
গ্যাতাসারেই-কোপেনহেগেনের ম্যাচটি যেমন ড্র হয়নি, তেমনি ম্যানইউও
এই হারে ৬ ম্যাচ থেকে মাত্র ৪ পয়েন্ট সংগ্রহ করে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে থেকে চ্যাম্পিয়নস লিগের এবারের আসর শেষ করেছে। তাতে ইউরোপিয়ান লিগের প্লে-অফ খেলারও সুযোগ হারিয়েছে তারা।
অন্যদিকে ৬ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে নকআউট পর্বে আগেই জায়গা করে নিয়েছে বায়ার্ন। সেখানে তাদের সঙ্গী হয়েছে এফসি কোপেনহেগেন। যারা ১-০ গোলে হারিয়েছে গ্যালাতাসারেইকে। ম্যানইউর সঙ্গে বিদায় নিয়েছে গ্যালাতাসারেইও।
৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫