Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

ব‍্যালন ডি’অর জেতা নিয়ে রোনালদোর মন্তব্যে কড়া প্রতিক্রিয়া রদ্রির

ডেস্ক রিপোর্ট:
১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



২০২৪ সালে ব‍্যালন ডি’অর জিতেছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি। তবে তার এ জয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সম্প্রতি স্প্যানিশ এই মিডফিল্ডারকে ব‍্যালন ডি’অর দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পাঁচবারের ব‍্যালন ডি’অর জয়ী রোনালদোর এমন মন্তব্য ভালোভাবে নেননি রদ্রি।


ব‍্যালন ডি’অর জয় নিয়ে আলচনায় ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে শেষ পর্যন্ত

তা উঠে আসে রদ্রির হাতে। চ‍্যাম্পিয়ন্স লিগ জেতার কারণে রোনালদোর মনে হয়েছিল, এই পুরস্কার ভিনিসিয়ুসের পাওয়া উচিত ছিল। তিনি বলেন, ভিনি না ব‍্যালন ডি’অর না পাওয়াটা ঠিক হয়নি।


রোনালদোর মন্তব্যের পর স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে রদ্রি বলেন, "সত্যি বলতে আমি অবাক হয়েছি, কারণ এই পুরস্কারটি কীভাবে দেওয়া হয় এবং বিজয়ী কীভাবে বেছে নেওয়া হয়, সে বিষয়টি তিনি (রোনালদো) সবার চেয়ে ভালো জানেন।"


তিনি আরও বলেন, "এবার যে সাংবাদিকরা ভোট দিয়েছেন, তারা মনে করেছেন আমি জিততে চাই। হয়তো একই সাংবাদিকরা একসময় তাকে (রোনালদো) জিততে ভোট দিয়েছিলেন এবং তখন তিনি তা মেনে নিয়েছিলেন।"

১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন