কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসুন্ধরা ফেডারেশন কাপ ২০২৪-২৫ এর উদ্বোধন হয়েছে। প্রথম ম্যাচে ব্রাদার্সকে ১-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। দলের পক্ষে একমাত্র গোলটি করেন তপু।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে বসুন্ধরা ফেডারেশন কাপ ২০২৪-২৫ এর উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পন্কজ বড়ুয়া , কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর
এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি এয়ার আহমেদ সেলিম, কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ক্রীড়া সংগঠক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম চপল, ক্রীড়া সংগঠক স্বপন, উল্লাস, ফুটবল কোচ তুহিন প্রমুখ।
১৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫