তিন বছর পর আবারও ফিরেছে আইপিএলের মেগা নিলাম, যা বরাবরের মতোই অর্থের ঝলকানিতে ভরপুর। আগেরবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও, এবার প্রথমবারের মতো সৌদি আরবের জেদ্দায় বসেছে ফ্র্যাঞ্চাইজিগুলোর পছন্দের ক্রিকেটারদের তিন বছরের জন্য দলে ভেড়ানোর এই বিশাল আয়োজন।
রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় জেদ্দায় শুরু হয়েছে দুই দিনব্যাপী নিলামের প্রথম দিন। নিলামে
অংশগ্রহণের সুযোগ পেয়েছেন মোট ৫৭৭ জন ক্রিকেটার, তবে প্রথম দিনে তোলা হবে মাত্র ৮৪ জনকে। অনুষ্ঠানে উপস্থিত আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিন্নী ও সচিব জয় শাহসহ আইপিএলের গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা। এবারের নিলাম পরিচালনা করছেন ৪৭ বছর বয়সী ভারতীয় নারী মল্লিকা সাগর।উল্লেখযোগ্য বিষয় হলো, এটি মল্লিকা সাগরের প্রথম মেগা নিলাম হলেও, তিনি এর আগে উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম এবং প্রো কাবাডি লিগে অকশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অভিজ্ঞতার ওপর ভরসা রেখেই আইপিএল কর্তৃপক্ষ তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে।
নিলামে উপস্থিত রয়েছেন দশ ফ্র্যাঞ্চাইজির মালিক ও প্রতিনিধি। মুম্বাইয়ের টেবিলে আছেন নীতা ও আকাশ অম্বানি, দিল্লির পক্ষে সৌরভ গাঙ্গুলি, রাজস্থানের হয়ে রাহুল দ্রাবিড় এবং কলকাতার পক্ষ থেকে বেঙ্কি মাইসোর। এছাড়া প্রাক্তন ক্রিকেটার ডুয়াইন ব্রাভোকেও দেখা গেছে কলকাতার টেবিলে।
নিলামের প্রথম ডাকেই ভারতীয় পেসার আর্শদ্বীপ সিংকে ১৮ কোটি রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। গত আসরেও পাঞ্জাবের হয়ে মাঠ মাতানো আর্শদ্বীপকে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ধরে রাখল দলটি।
দ্বিতীয় ডাকের ক্রিকেটার ছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। তাকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটানস। গত আসরে রাবাদা পাঞ্জাব কিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন।
তবে নিলামের তৃতীয় ডাকেই রেকর্ড গড়েছেন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে দর কষাকষির পর তাকে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। শ্রেয়াস গত আসরে কলকাতার অধিনায়ক হিসেবে দলকে শিরোপা এনে দিয়েছিলেন। এবার পাঞ্জাব কিংসের হয়ে মাঠ মাতানোর অপেক্ষায় তিনি।
২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫