লস অ্যাঞ্জেলেস, যাকে বলা হয় তারকাদের শহর, আজ বিএমও স্টেডিয়ামে যেন তারার হাটই বসে গিয়েছিল। গ্যালারিতে উপস্থিত ছিলেন বাস্কেটবল কিংবদন্তি স্টিফেন কারি, অভিনেতা ড্রিমন্ড গ্রিন, গায়ক লায়োনেল রিচি, মিডিয়া ব্যক্তিত্ব কেন্ডল জেনার থেকে শুরু করে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লায়োনেল স্কালোনির মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা।
কিন্তু মাঠের লড়াইয়ে সব আলো কেড়ে নিয়েছিলেন
লিওনেল মেসি। দীর্ঘদিনের ইনজুরি থেকে সুস্থ হয়ে আজ তিনি ফিরেছিলেন ইন্টার মায়ামির জার্সিতে, এলএফসির বিপক্ষে। তবে মেসির উপস্থিতি শুধু আলো ছড়ানো পর্যন্তই সীমাবদ্ধ ছিল—তিনি তার পারফর্ম্যান্স দিয়ে দলকে জয় এনে দিতে পারেননি। ফলস্বরূপ, কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইন্টার মায়ামি ১-০ গোলে পরাজিত হয়।ম্যাচের একমাত্র গোলটি আসে ৫৭তম মিনিটে। মার্ক ডেলগাডোর পাস থেকে সুন্দর টার্ন নিয়ে নিচু শটে গোল করেন ওর্ডাজ। অথচ এই ওর্ডাজ প্রথমার্ধেই লাল কার্ড পেতে পারতেন। তার একটি মারাত্মক ফাউল ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) দ্বারা রিভিউ না করা হলে লাল কার্ডের সুযোগ ছিল, কিন্তু রেফারি তাকে শুধু হলুদ কার্ড দেখিয়েই ছেড়ে দেন।
ইন্টার মায়ামির কোচ স্টিভ চেরুন্ডোলো ওর্ডাজকে শুরুর একাদশে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং ওর্ডাজ সেই আস্থার প্রতিদান দেন ম্যাচের জয়সূচক গোলটি করে।
এরপর ইন্টার মায়ামি গোলের সমতা আনার চেষ্টা করলেও এলএফসির ডিফেন্স দৃঢ়ভাবে তাদের প্রতিরোধ করে। ম্যাচের শেষদিকে মেসি একটি ফ্রি কিক পেয়েছিলেন, কিন্তু তার শট ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়। এর আগে, তার আরেকটি ফ্রি কিক এলএফসির গোলরক্ষক হুগো লরিস সুন্দরভাবে ঠেকিয়ে দেন।
প্রথম লেগে গোল করতে ব্যর্থ হওয়ায় ইন্টার মায়ামি এখন দ্বিতীয় লেগের আগে চাপের মধ্যে রয়েছে। যদি দ্বিতীয় লেগে তারা একটি অ্যাওয়ে গোল হজম করে, তাহলে এলএফসি ২-১, ৩-২ বা ৫-৪ গোলে জিতলেও সেমিফাইনালে পৌঁছে যাবে, আর ইন্টার মায়ামির টুর্নামেন্ট শেষ হয়ে যাবে।
১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫